নিজস্ব প্রতিনিধি-আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আগামী ১৩ই আগষ্ট থেকে ১৫ই আগষ্ট "হর ঘর তেরঙ্গা" কর্মসূচী গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও নেওয়া হয়েছে।
এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা বিক্রির জন্য বিভিন্ন স্টল খোলা হয়েছে।সেই সঙ্গে রাজধানীর মহাকরণ চত্বরেও খোলা হয়েছে জাতীয় পতাকা বিতরণ কেন্দ্র।খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানান প্রতিটি ঘরে এই তিনি দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই লক্ষ্যে এই স্টলগুলি খোলা হয়েছে।