বাল্যবিবাহ রোধে থানার সঙ্গে যোগাযোগ রাখবে কন্যাশ্রী ক্লাব, মেদিনীপুর সদরে সচেতনতা প্রচার

author-image
Harmeet
New Update
বাল্যবিবাহ রোধে থানার সঙ্গে যোগাযোগ রাখবে কন্যাশ্রী ক্লাব, মেদিনীপুর সদরে সচেতনতা প্রচার

দিগবিজয় মাহালী,  মেদিনীপুর: বাল্যবিবাহ রোধে এবার সরাসরি থানার সঙ্গে যোগাযোগ রাখবে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব। এলাকায় নাবালিকার বিয়ে হচ্ছে জানতে পারলে তারা সরাসরি থানায় জানাবে। যে জানাবে তার পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে বলেও জানিয়েছে পুলিশ। বুধবার বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির ও পদযাত্রা হয় মেদিনীপুর সদরের চাঁদড়াতে। চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি মিছিল পরিক্রমা করে। উপস্থিত ছিলেন গুড়গুড়িপাল থানার ওসি শুভঙ্কর রায়, চাঁদড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ভবানী দে , উপপ্রধান তারকনাথ বেরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা করেন ওসি শুভঙ্কর রায়, শিক্ষিকা অন্তরা ঘোষ। উল্লেখ্য, করোনা পরিস্থিতির পর মেদিনীপুর সদরে বাল্যবিবাহের ঘটনা বেড়েছে বলে জানা গিয়েছে। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ের ঘটনাও ঘটেছে। বেশকিছু স্থানে পুলিশ গিয়ে তা আটকেছে। অনেক নাবালিকাকে উদ্ধারও করেছে। তবে করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধের পর থেকে বাল্যবিবাহ এবং শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিবারের আর্থিক অনটনের জেরে কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। এদিন কম বয়সে ছেলে মেয়েরা যাতে বিয়ে না করে তারও প্রচার চলে। জানানো হয় বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওসি শুভঙ্কর রায়। এই কন্যাশ্রী ক্লাবগুলি থানার সঙ্গে যোগাযোগ রেখে বাল্যবিবাহ রোধে কাজ করবে বলেও জানা গিয়েছে।