নিজস্ব সংবাদদাত: ওড়িশা উপকূলের নিম্নচাপ শক্তিশালী হলেও তা ঘুরে যাচ্ছে ছত্তীসগঢ়ের দিকে। এর ফলে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে সাঝারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।