নিজস্ব সংবাদদাতাঃ করোনার প্রকোপ এখনও কমেনি। এরমধ্যেই মাঙ্কিপক্স থাবা বসাতে শুরু করে দিয়েছে। এমতাবস্থায় ফের ব্র্যান্ড নিউ ভাইরাসের আগমন ধ্বনি শুনিয়ে দিলেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত এই নতুন ভাইরাসে চিনে আক্রান্ত হয়েছে কয়েক ডজন মানুষ। এই ভাইরাসের নাম হল ল্যাংয়া হেনিপাভাইরাস, যাকে Lay V ও বলা হচ্ছে। চিনের পূর্ব হেনান ও শানডং প্রদেশে ৩৫ জনের শরীরে এই ল্যাংয়া হেনিপাভাইরাসের জীবাণু মিলেছে।
গবেষণা রিপোর্ট বলছে, এই ল্যাংয়া হেনিপাভাইরাসে মানুষের মৃত্যুর হার অনেক বেশি। সাম্প্রতিকতম হিসেব অনুযায়ী, ২০১৯-এ প্রথম এই ভাইরাসকে চিহ্নিত করা গিয়েছিল। ভাইরাস নিয়ে সর্বক্ষণ গবেষণায় নিমগ্ন চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, এই Lay V-র সংক্রমণ মানুষের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়াতে পারে। আদৌ এর সংক্রমণ ক্ষমতা কতটা? অর্থাৎ কত তাড়াতাড়ি এই ল্যাংয়া হেনিপাভাইরাস একজনের থেকে আর একজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে তা জানার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।