নিজস্ব প্রতিনিধি-বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় কলেরা মামলার সংখ্যা আবারও বৃদ্ধি পাচ্ছে, প্রদেশটিতে সাম্প্রতিক বৃষ্টি ও বন্যা বিধ্বংসীর পর এই রোগ দেশটিকে বিশাল সমস্যার মধ্যে ফেলেছে।
সোমবার সরকারি সূত্রে বলা হয়েছে, দূষিত জল খাওয়ার কারণে ঝোব জেলার বিভিন্ন এলাকায় ডজনখানেক মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি দুই শিশু প্রাণ হারিয়েছে।