বুদগামে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই

author-image
Harmeet
New Update
বুদগামে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই

নিজস্ব সংবাদদাতাঃ গত মে মাসে কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মচারী রাহুল ভাটকে হত্যায় জড়িত লতিফ রাথার সহ তিন লস্কর-ই-তৈবা সন্ত্রাসী বুদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলমান এনকাউন্টারে আটকে পড়েছে বলে বুধবার সকালে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানান, নিরাপত্তা বাহিনী বুদগ্রাম জেলার খানসাহিব এলাকার ওয়াটারহাইলে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে একটি তল্লাশি অভিযান শুরু করে। সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর পর তল্লাশি অভিযানটি একটি এনকাউন্টারে পরিণত হয়।


অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীর জোন) বিজয় কুমার জানিয়েছেন, রাহুল ভাট এবং আমরিন ভাট সহ বেশ কয়েকটি বেসামরিক হত্যাকাণ্ডে জড়িত লতিফ রাথার-সহ তিন লস্কর সন্ত্রাসী এই এনকাউন্টারে আটকে পড়েছে।