নিজস্ব সংবাদদাতা: সদ্য কলকাতায় গিয়েও সিবিআইয়ের ডাকে সারা না দিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করিয়ে বীরভূম ফিরে জান অনুব্রত মন্ডল। তারপরেই তাকে বেড রেস্টে থাকার পরামর্শ দেন বোলপুরের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী।
তবে বর্তমানে তিনি জানিয়েছেন, তিনি তার সুপারের নির্দেশেই অনুব্রত মন্ডলের বাড়িতে গিয়েছিলেন। সুপারের নির্দেশই সাদা কাগজে অনুব্রতর বেড রেস্টের কথা লিখে দিয়েছেন তিনি।
অনুব্রতর বেড রেস্টের প্রয়োজন থাকলেও তিনি সিবিআইয়ের ডাকে হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।