বাখরাবাদ স্টেশনে দাঁড় করিয়ে রাখা নতুন খালি লোকাল ট্রেনের রেক পাস করাতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গার্ডের

author-image
Harmeet
New Update
বাখরাবাদ স্টেশনে দাঁড় করিয়ে রাখা নতুন খালি লোকাল ট্রেনের রেক পাস করাতে গিয়ে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গার্ডের


দ্বিগবিজয় মাহালি: বাখরাবাদ স্টেশনের কাছে একটি খালি নতুন ট্রেনের রেক খড়গপুরে নিয়ে যেতে এসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেল কর্মীর। নাম ওয়াইআরসি নাইডু। তিনি ট্রেনের গার্ড ছিলেন। ঘটনায় জানা গিয়েছে, ডাউন লাইন দিয়ে তিন নম্বরে একটি এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, তারপরেই চতুর্থ লাইনে নতুন ট্রেনটি যেটা দাঁড় করানো ছিল সেটিকে খড়গপুর রওনা করানোর কথা ছিল। কিন্তু ট্রেনের ধাক্কায় সেই সময় মৃত্যু হয় ট্রেনের গার্ড এর। দেহ রেল পুলিশ উদ্ধার করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে। এদিকে মৃতদেহ থেকে পঞ্চাশ মিটার দূরে ওয়াকিটকিটি পাওয়া গিয়েছে। ওয়াকিটকিতে কথা বলার কারণে ট্রেনের আওয়াজ শুনতে না পেয়ে অসাবধনতাবশত মৃত্যু নাকি অসাবধানতাবশত লাইন পার করতে গিয়ে মৃত্যু তাও খতিয়ে দেখা হচ্ছে।