লালগড়ে বিশ্ব আদিবাসী দিবসে উপস্থিত বিজেপি নেত্রী ভারতী ঘোষ, কর্মসুচী তৃনমুলেরও

author-image
Harmeet
New Update
লালগড়ে বিশ্ব আদিবাসী দিবসে উপস্থিত বিজেপি নেত্রী ভারতী ঘোষ, কর্মসুচী তৃনমুলেরও


নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় থানার রামগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে পাশাপাশি ২ টি জায়গায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান এর আয়োজন করা হয় । দুই দলের একই জায়গায় পাশাপাশি অনুষ্ঠান করায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়ন করা হয়। বিজেপির অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সামনেই পঞ্চায়েত নির্বাচন । তাই জঙ্গলমহলের আদিবাসী ভোট এর দিকে তাকিয়েই বিশ্ব আদিবাসী দিবসকে হাতিয়ার করে প্রচারে নেমে পড়ে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল। তাই মঙ্গলবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি। সদ্য সমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে বিপুল ভোটে জয়ী করিয়েছে। তারপর ময়দানে নেমে পড়েছে বিজেপি নেতারা। বিজেপি নেতাদের লক্ষ্য পঞ্চায়েত ভোট। তাই বিধানসভা নির্বাচনে বিজেপি জঙ্গলমহলে খারাপ ফল করলেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভালো ফল করবে বলে বিজেপি নেতারা আশা প্রকাশ করেন। তবে বিজেপিকে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তাই পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে এবং বিজেপির কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না বলে আশাবাদি তৃণমূল।