দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের এসটি সেলের পক্ষ থেকে তেমাথানি এলাকায় আয়োজিত আদিবাসী দিবস উদযাপন হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের দুই গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া।
এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখার পর আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের নৃত্যের সঙ্গে তালে তাল মেলালেন মন্ত্রী। আর সেই নাচ ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু হয়েছে নেট দুনিয়ায়। মন্ত্রীর সঙ্গে ছিলেন ভাই বিকাশ রঞ্জন ভুঁইয়া, স্ত্রী গীতা রানী ভুঁইয়া, তৃণমূল নেতা অমল পন্ডা, আবু কালাম বক্স সহ অনান্যরা।