কিভাবে খোঁজ মিলল উধাও হওয়া মূর্তির?

author-image
Harmeet
New Update
কিভাবে খোঁজ মিলল উধাও হওয়া মূর্তির?

নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুর কুম্বাকোনামের মন্দির উধাও হয়েছিল একটি পার্বতী মূর্তি প্রায় অর্ধশতক আগে। সেটির খোঁজ মেলে নিউ ইয়র্কে। কি করে পাওয়া গেল সেই মূর্তি? জানা গেছে, তামিলনাড়ুর এক পুলিশ কর্তা সেই মূর্তিটির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই সময়েই নিউ ইয়র্কের একটি সংগ্রহশালাতে সেই মূর্তিটির প্রদর্শন শুরু হয়। সেই ছবিটি ভাইরাল হওয়ার সাথে সাথেই দুই পক্ষের কাছেই ঘটনাটি স্পষ্ট হয়। যার জেরে প্রায় ৫০ বছর পরে উদ্ধার হয় দেবী মূর্তিটি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বারোশো শতকের ওই মূর্তিটির উচ্চতা ৫২ সেন্টিমিটার। এই মুহূর্তে তার দাম অন্তত ১ কোটি ৬৮ লক্ষ টাকা। দক্ষিণ ভারতে দেবী পার্বতী বা উমার মূর্তি সাধারণত দণ্ডায়মান অবস্থায় দেখা যায়। মাথায় মুকুট। সর্বাঙ্গে অলংকার। মুকুটের নকশাই বাকি অলংকারে ব্যবহৃত হয়। যে মূর্তিটির খোঁজ পাওয়া গিয়েছে, তিনি ত্রিভঙ্গ মুদ্রায় দণ্ডায়মান।