New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সামনেই স্বাধীনতা দিবস। আমাদের গর্বের স্বাধীনতার প্লাটিনাম জুবিলী। দেশ ব্যাপী চলছে অমৃত মহোৎসব । সেই লক্ষ্যে সবাই নানান ভাবে দিনটি পালনের তোড়জোড় করছেন । প্রধানমন্ত্রী "হর ঘর তেরঙ্গা" কর্মসূচি পালনের আবেদন রেখেছেন দেশবাসীর কাছে। প্রতিটি ডাকঘরে জাতীয় পতাকা কেনার ব্যবস্থা হয়েছে। আসন্ন স্বাধীনতা দিবসে সবং-এর আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ের সব শিশুরা নিজেদের তৈরি পতাকা নিয়ে শোভাযাত্রায় যোগ দিতে তৈরি হচ্ছে। ছোটদের উৎসাহ চোখে পড়ার মতো । শিশু শ্রেণী ও প্রথম শ্রেণীর শিশুরা দাদা দিদিদের সাহায্য নিয়ে বানাল জাতীয় পতাকা ।
সঞ্চারী , মৌমিতা , শুভশ্রী, সবুজদের সাথে কাসিম , ওম্বর , ফাতেমারা এখন বেশ ব্যস্ত । শিক্ষার্থী পরিষদের প্রধানমন্ত্রী সুপ্রিয়া কুইল্যা বলেন," স্বাধীনতার সুখ কবিতার বাবুই পাখির মতোই আমরা সবাই নিজেরা মজা করে নিজেদের পতকা বানাচ্ছি , বেশ আনন্দ পাচ্ছি । এই পতাকা নিয়েই আমরা অনুষ্ঠানে অংশ নেব , গ্রাম পরিক্রমা করবো , আমরা সবাই ভীষণ খুশি । সব ক্লাসের শেষে খেলার ক্লাসের সময় তাদের পতাকা তৈরির জন্য বরাদ্দ।''
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম বেরা বলেন, ''সৃজনশীলতার বিকাশ ও দেশপ্রেম অঙ্কুরিত করতেই এই ব্যবস্থা । তাছাড়া কেনা পতাকা খরচ সাপেক্ষ , সবার ক্রয় ক্ষমতা সমান নয় । তাই ওদের আমরা সাহায্য করে নিজেদের পতাকা নিজেদের বানাতে সহায়তা করছি । সুন্দর বানাচ্ছে ওরা ।'' সহ শিক্ষক কমল খাটুয়া বলেন , ''প্রতি বছর স্বাধীনতা দিবসের পরে এখানে ওখানে জাতীয় পতাকা পড়ে থাকতে দেখেছি । ওরা বোঝে না ওটা জাতীয় পতাকার অপমান । এবার ওরা নিজেরা বানাচ্ছে , তাই এই পতাকার প্রতি ওদের মায়া মমতা অনেক বেশি হবে । ওরা নিজেদের তৈরি পতাকাকে ভালো রাখবে ও অবহেলায় এখানে ওখানে পড়ে থাকতে দেবে না ।'' অপর শিক্ষক রাজকুমার ধল বলেন, ''আমার নতুন কিছু করে চলার চেষ্টা করি । দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিশুদের স্কুলমুখী করতে জন্মমাস পালন , শিক্ষামূলক ভ্রমণ , গল্পদাদুর আসর , চিত্রাঙ্কন , যোগাভ্যাস , নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করছি ।'' শিক্ষক মানস ভট্টাচার্য্য , রামপদ পড়্যারা সবাই ব্যস্ত আসন্ন স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতিতে ।
narendramodi
teacher
Prime Minister
independence day
amrit mahotsav
national flags
platinum jubilee
Har Ghar Teranga
Ashapura Primary School
Sabong
Supriya Quilya
Anupam Bera
Rajkumar Dhal
handmakingflag