সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: কাঠ পাচার রুখতে তৎপর জলপাইগুড়ির বনদপ্তর। বন দপ্তরের নজর এড়িয়ে লাগাতার চলছে কাঠ পাচার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শাল গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করলেন জলপাইগুড়ির চালসা রেঞ্জের খরিয়ার বন্দর বিটের বনকর্মীরা। আটক করা হয়েছে একটি ঠেলা ভ্যানও। যদিও এই চক্রের কাউকে ধরা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর।
চালসা রেঞ্জের খরিয়ার বন্দরের বিট অফিসার মনুয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান চলে। বৃহস্পতিবার রাতে বাতাবাড়ি চা বাগানের ডাঙ্গা লাইনে অভিযান চালান বনকর্মীরা। সেই সময় একটি ঠেলা ভ্যানে করে ওই শাল গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছিল কয়েকজন কাঠ মাফিয়া। বনকর্মীদের দেখতেই শাল গাছের গুঁড়ি সহ ঠেলা ভ্যান ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ওই শাল কাঠের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে।