বক্সায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ক্লাউডেড লেপার্ড

author-image
Harmeet
New Update
বক্সায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ক্লাউডেড লেপার্ড

 নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বনদফতরের পাতা ক‍্যামেরা ট্র্যাপে বিরল প্রজাতির ক্লাউডেড লেপার্ডের ছবি ধরা পড়ে। আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উপলক্ষে বৃহস্পতিবার একথা জানান বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর প্রবীণ কাশোয়ান। তিনি জানিয়েছেন, ক্লাউডেড লেপার্ড খুবই বিরল প্রজাতির প্রাণী। গোটা বিশ্বে বর্তমানে এদের সংখ্যা খুবই কম। প্রায় ১০ হাজারের মতো ক্লাউডেড লেপার্ড অবশিষ্ট রয়েছে বলে জানা গিয়েছে। পরিসংখ্যান বলছে,গত ৬০ বছরে ওই প্রজাতির বন্যপ্রাণীরা কমপক্ষে ৩৫ শতাংশ কমেছে। শুধুমাত্র পাহাড় লাগোয়া ঘন জঙ্গলে এখন ওই ক্লাউডেড লেপার্ড দেখা যায়। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলেও যে এই ক্লাউডেড লেপার্ডের যে অস্তিত্ব রয়েছে তা ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ার পর আরও একবার প্রমাণিত হল।