বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মানস রঞ্জন ভুঁইয়া ও বিরবাহা হাঁসদা

author-image
Harmeet
New Update
বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মানস রঞ্জন ভুঁইয়া ও বিরবাহা হাঁসদা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। ওই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাত ,ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল ও পুলিশ সুপার অরিজিৎ সিনহা ,ঝাড়গ্রাম পৌরসভার পৌর প্রধান কবিতা ঘোষ সহ আরো অনেকে। ওই অনুষ্ঠানে বিশিষ্ট আদিবাসী গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে আদিবাসী মনীষীদের শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিগণ।

আদিবাসী নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে । ওই অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, 'আদিবাসীদের উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের কাজ করেছে। আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মাতৃভাষায় আদিবাসী ছেলেমেয়েদের পঠন-পাঠনের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করেছে। আদিবাসীদের উন্নয়নে সজাগ রয়েছেন রাজ্য সরকার ।তাই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি নয় আদিবাসী মানুষদের পাশে থেকে তাদের উন্নয়ন করাই হলো রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। তাই রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে রাজ্য স্তরের বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।'