নিজস্ব সংবাদদাতা: রণক্ষেত্রের চেহারা নিয়েছে ঢাকার রাজপথ। পেট্রোপণ্যের দাম বাড়ানোর কারণে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। প্রতিবাদ, বিক্ষোভের আঁচ বেড়েই চলেছে। হামলা চালানো হচ্ছে পুলিশের উপর। পেট্রোপণ্যের দাম এক লাফে প্রায় ৫২ শতাংশ বাড়ানো কেউই যেন মানতে পারছে না। সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দিতে বিভিন্ন পেট্রোলপাম্প থেকে শুরু করে রাজপথ, কোথাওই বাদ দিচ্ছে না। তবে এই বিষয়ে সরকার নিজেদের স্পষ্ট করেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী।