কৃষকদের সঙ্গে চাষের কাজে হাত লাগালেন মন্ত্রী

author-image
Harmeet
New Update
কৃষকদের সঙ্গে চাষের কাজে হাত লাগালেন মন্ত্রী

হরি ঘোষ, দুর্গাপুর : কাঁকসার কৃষকদের সাথে জমি চাষ করতে লাঙল হাতে মাঠে নামলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার।মাটির সাথে যার নিবিড় সম্পর্ক, গ্রাম বাংলার মানুষের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত সেই সকল কৃষকদের সঙ্গে চাষ করতে উদ্যত হলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। কৃষি কাজের গতি আনতে কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। সেই সব কৃষকদের সাথে সম্পর্ক আরো নিবিড় করতে সরাসরি জমিতে নামলেন চাষের কাজে হাত দিতে। 

ডিজেলের দাম বাড়ায় যন্ত্রের মাধ্যমে চাষ করতে পারছে না চাষীরা। জমি চাষ করতে লাঙলের ব্যাবহার ফের শুরু হয়েছে। ধানের বীজ রোপনের আগে জমি চাষ করতে ব্যাস্ত চাষীরা। মঙ্গলবার সকালে কাঁকসার রূপগঞ্জের চাষীরা গরু নিয়ে লাঙ্গলের মাধ্যমে জমি চাষ করছিলেন। সেই জমিতে গামছা পরে চাষের কাজে নেমে যান মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি প্রত্যেক মুহূর্তে কৃষকদের পাশে থাকার বার্তা দেন। মন্ত্রীর এই ব্যবহার দেখে আপ্লুত কৃষকরাও। চাষ করতে তাদের উচ্ছাসও বাড়ছে দাবি করেন কৃষকরা।