নিজস্ব সংবাদদাতা: সূত্রে খবর, সলমনের ‘কভি ইদ কভি দিওয়ালি’-র সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শেহনাজ এবার সমস্ত জল্পনায় জল ঢাললেন শেহনাজ গিল।
নায়িকার দাবি, এমন কিছুই ঘটেনি। অন্য কোনও ছবির চুক্তি নয়। ‘কভি ইদ কভি দিওয়ালি’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। নেটমাধ্যমে ছবির নাম না করেই লিখলেন, ‘হাহা, সবটাই গুজব। আমি তো যাইনি কোথাও। ছবিতে আমায় অবশ্যই দেখা যাবে।’