আশাহত দীপিকা!

author-image
Harmeet
New Update
আশাহত দীপিকা!

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পক্স-এ শুরুটা ভালো করতে পারলেন না তিরন্দাজ দীপিকা কুমারী। নবম স্থানে শেষ করলেন তিনি। যদিও তিনি অলিম্পিক্স থেকে ছিটকে যাননি।

জানা গিয়েছে, ৭২টি তির মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা। পরের পর্বে তিনি মুখোমুখি হবেন ভুটানের কর্মার। দক্ষিণ কোরিয়ার অ্যান সান (৬৮০ পয়েন্ট) বাছাই পর্বে শীর্ষ স্থান পেয়েছেন। প্রথম তিনটি স্থানই দক্ষিণ কোরিয়ার দখলে। দ্বিতীয় স্থানে রয়েছেন জ্যাং মিনহি (৬৭৭ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে রয়েছেন চেইয়ং কাং (৬৭৫ পয়েন্ট)।