নিজস্ব সংবাদদাতা : প্রিয় পোষ্য অঞ্জলীর সঙ্গে দেখা হওয়ার পরেই নাকি ফিরেছিল ভাগ্য। ১৬ বছরের সঙ্গী অঞ্জলিকে চোখের জলে বিদায় জানালো পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, হিন্দু রীতি মেনে হয় শেষকৃত্য। তার আগে আয়োজিত হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা। ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলার পারলাখেমুন্ডি শহরে। চিকিৎসকরা অঞ্জলির ট্রিটমেন্ট করলেও শেষ রক্ষা হয়নি। পোষ্যটির মালিক পেশায় ব্যবসায়ী টুনু গৌড়া জানান, তার বাবার মৃত্যুর পর তার পরিবারকে গুরুতর আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন দোকানে কাজ করতেন। তার বিশ্বাস কুকুরটির সঙ্গে দেখা হওয়ার পর ১৬ বছর আগে তার ভাগ্য পরিবর্তন হয়েছিল।তিনি সময়ের সাথে সাথে অনেক কুকুরকে দত্তক নেন, তবে তিনি দাবি করেন যে কুকুরটির নাম তার পরিবার অঞ্জলি রেখেছিল, তার জন্য সৌভাগ্য এনেছিল বলে।
প্রিয় পোষ্যটিকে গৌড়া পরিবার হলুদ জল দিয়ে স্নান করিয়ে নতুন কাপড়ে মুড়ে শ্মশানের দিকে রওনা হয়। শ্মশান পর্যন্ত আয়োজিত করা হয়েছিল শোভাযাত্রার যেখানে বহু পোষ্য প্রেমীরা যোগ দিয়েছিলেন। অঞ্জলির শ্রাদ্ধানুষ্ঠানের সঙ্গে ভোজেরও ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মালিক।