নিজস্ব সংবাদদাতা : ইতিহাসের পাতায় ৯ আগস্ট দিনটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ১৯৪২ সালে আজকের দিনেই ভারত ছাড়োর ডাক দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। ভারত ছাড়োর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মরণে স্বাধীনতা সংগ্রামীরা।
ভারত ছাড়ো আন্দেোলন সম্পর্কে মোদী বলেন, ''এটি সমাজের সকল শ্রেণীর মানুষকে একত্রিত করেছে। ১৯৪২ সালের ৮ আগস্ট কংগ্রেসের বোম্বে অধিবেশনে মহাত্মা গান্ধীর আহ্বানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক প্রচার শুরু হয়েছিল তাঁর বিখ্যাত 'করুন বা মরো' বক্তৃতায়। উদ্বিগ্ন ব্রিটিশ সরকার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করেছিল ঠিকই কিন্তু মানুষ গান্ধীর আহ্বানকে গ্রহণ করেছিল। যারা বাপুর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করেছিলেন তাদের সকলকে স্মরণ করছি।”
Here is picture of Mahatma Gandhi at the start of the Quit India Movement in Bombay. (Sourced from the Nehru Memorial Collection) pic.twitter.com/SRaar2c5iO
"August 9 has become a burning symbol of our national revolution” said Loknayak JP.
Inspired by Bapu, the Quit India Movement witnessed remarkable participation from people across all sections of society including greats like JP and Dr. Lohia. pic.twitter.com/zEldZhkRHp