নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : সল্টলেকের সাই রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন জঙ্গলনহলের স্বদেশ মাহাত। স্বদেশ অনূর্ধ্ব ১৮ বিভাগের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন। মাত্র ৪ মিনিট ২৩.৭ সেকেন্ডে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে চ্যাম্পিয়ন হন। শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র স্বদেশ। জেলা ক্রীড়া সংস্থা (DSA- District Sports Association) 'র তরফে এই খবর দেওয়া হয়েছে। আর, এই খবরে এখন খুশিতে ১৭ বছর বয়সী স্বদেশের বাড়ি শালবনী ব্লকের জঙ্গল অধ্যুষিত গোদামৌলি গ্রামে। তবে, স্বদেশ প্রশিক্ষণ নিতেন মেদিনীপুর শহরের উপকণ্ঠে বিড়লামাঠের VTFCCE ক্যাম্পে, প্রশিক্ষক ড. স্বদেশ রঞ্জন পানে'র অধীনে। গত ৪ থেকে ৬ আগস্ট সাই’তে চ্যাম্পিয়নশিপেও স্বদেশের সঙ্গে গিয়েছিলেন তার কোচ স্বদেশ রঞ্জন পান। দুই ‘স্বদেশ” এর যুগলবন্দিতেই ‘রাজ্য’ জয়, বলছেন আপামর জেলাবাসী। স্বদেশ ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে (কলা বিভাগে) পাঠরত। তাকে এবং তার কোচকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। উচ্ছ্বসিত জেলা ক্রীড়া সংস্থাও। খুশির জোয়ারে ভাসছে গোটা জঙ্গলমহল।