কত দূর যাবে দার্জিলিং মেল?

author-image
Harmeet
New Update
কত দূর যাবে দার্জিলিং মেল?

নিজস্ব সংবাদদাতা: এবার শিয়ালদা থেকে কোচবিহারের হলদিবাড়ি পর্যন্ত চলবে দার্জিলিং মেল। এতদিন নিউ জলপাইগুড়ি পর্যন্ত    যেত  দার্জিলিং মেল।এবার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি যাবে দার্জিলিং মেল