নিজস্ব সংবাদদাতাঃ আজ সারাদিন ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। দু এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায়। হাওয়া অফিসের মতে, আজ গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাব সরাসরি রাজ্যের সর্বত্র না পড়লেও, উপকূল এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।