ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ রাশিয়ার

author-image
Harmeet
New Update
ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ রাশিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিরুদ্ধে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন অভিযোগ করেছে, ইউক্রেনীয় সেনারা বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা করছে। এমন হামলায় সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির বিষয়ে ইউরোপকে হুঁশিয়ার করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর গোলাবর্ষণ চরম বিপজ্জনক কর্মকাণ্ড। ইউরোপসহ বিরাট এলাকায় এর বিপর্যয়কর পরিণতি দেখা দিতে পারে। ইউক্রেনের মিত্রদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এমন গোলাবর্ষণ ঠেকাতে তাদের প্রভাব ব্যবহার করার জন্য। সম্প্রতি মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করে আসছে। জাতিসংঘের পক্ষ থেকেও সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে।