নিজস্ব সংবাদদাতাঃ ইউজিসি নেট পরীক্ষার দ্বিতীয় পর্ব স্থগিত করা হল। সোমবার (৮ অগাস্ট) এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে উদ্ধৃত করে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অগাস্টে জাতীয় যোগ্যতা পরীক্ষার দ্বিতীয় পর্বের পরীক্ষা নেওয়া হবে না। বদলে এই পরীক্ষা পরিচালিত হবে ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এর আগে ১২ থেকে ১৪ অগস্টের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
এদিন ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেছেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) গত ২০২২ সালের ৯, ১১ এবং ১২ জুলাই, সারা দেশের ২২৫টি শহরে অবস্থিত ৩১০টি পরীক্ষা কেন্দ্রে ৩৩টি বিষয়ের জন্য, একত্রিতভাবে ইউজিসি-নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২পরীক্ষার প্রথম পর্ব পরিচালনা করেছে। দ্বিতীয় পর্বটি আগে ২০২২ সালের ১২, ১৩ এবং ১৪ অগাস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, এখন ইউজিসি-নেট ডিসেম্বর ২০২১ এবং জুন ২০২২-এর একত্রিত চক্রের চূড়ান্ত পর্বের পরীক্ষা ২০২২ সালের ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবে বলে নির্ধারণ করা হয়েছে। এই পরীক্ষায় ৬৪টি বিষয় জড়িত।”