নিজস্ব সংবাদদাতাঃ ইডি হেফাজতে থাকাকালীনই পার্থ চট্টোপাধ্যায় খাবার নিয়ে নানারকম আবদার করছিলেন বলে শোনা গিয়েছিল। জেল হেফাজতেও খাওয়া নিয়ে নানা ‘বায়না’ জুড়েছেন প্রাক্তন মন্ত্রী। সোমবার বৃষ্টির সন্ধ্যে তার চাই, তেলেভাজা। খানিকটা বাধ্য হয়েই আবদার মেটাল জেল কর্তৃপক্ষ। কখনও খাসির মাংস-ভাত, কখনও আবার অন্য কিছু। ইডি হেফাজত থেকে জেল, বন্দিদশায় বারবার নানারকম আবদার করতে শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কম যাননি অর্পিতা মুখোপাধ্যায়ও। তাঁরও আবদার অনেক। কখনও চেয়েছেন ড্রাই ফুট, কখন আবার পছন্দের অন্য কোনও খাবার। তবে ইডি হেফাজতে আবদার পূরণ হয়নি। জেল হেফাজতে শুক্রবার থেকে নিজের মতোই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কারও সঙ্গে বিশেষ কথা বলেননি। সোমবার দুপুরে ভাত খেয়েছেন আর পাঁচজন কয়েদির মতোই ডাল আর সবজি দিয়ে।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, সোমবার বিকেল হতেই জেলে চপের আবদার করেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই আবদার নাকচ হয়ে যায়। কিন্তু পার্থবাবু নাছোড়বান্দা। চপ তাঁর চাই-ই-চাই। অবশেষে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জেলের আধিকারিকরা। অনুমতি মেলায় তেলেভাজা পান পার্থ চট্টোপাধ্যায়।