সবুজ সংরক্ষণে ২১ দফা দাবি

author-image
Harmeet
New Update
সবুজ সংরক্ষণে ২১ দফা দাবি

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ কর্মী নিয়োগ, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ ২১ দফা দাবিকে সামনে রেখে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অরণ্য শাখার বার্ষিক সাধারণ সভা হল শালবনীর গোদাপিয়াশালে। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, বিধায়ক দীনেন রায়, বনভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, অনুপ কুমার মান্না, বনকর্মীদের সংগঠনের সম্পাদক মলয় নন্দী- সহ অন্যান্যরা। 

দাবি তুলেছেন, বনদপ্তরকে জরুরি দপ্তর হিসেবে ঘোষণা, বন্যপ্রাণ অধ্যুষিত অঞ্চলগুলিতে সমস্ত কর্মচারীদের ঝুঁকি ভাতা, বন সংক্রান্ত অপরাধ ও প্রাকৃতিক সম্পদ লুট রুখতে অবিলম্বে দ্রুততার সঙ্গে কর্মচারীদের পুরনো আগ্নেয়াস্ত্র বদল করে নতুন আগ্নেয়াস্ত্র প্রদান করা। সমস্ত ফরেস্ট চেকপোস্ট চালু করে স্পর্শকাতর অঞ্চলগুলিতে সশস্ত্র নজরদারি বাড়ানোর পরিকাঠামো তৈরি, বেতন বৃদ্ধি, পদোন্নতি সহ একাধিক দাবি। দাবিগুলি নিয়ে বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও নিয়েছে বনকর্মীদের সংগঠন। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরে গত কয়েক মাসে জঙ্গলের মূল্যবান গাছ কেটে পাচার করার ঘটনা সামনে এসেছে। গড়বেতা এলাকায় কয়েক হাজার গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটা আটকাতে গিয়ে হেনস্থারও শিকার হতে হয়েছে বনকর্মীদের। 

সম্প্রতি শালবনী এলাকায় গভীর রাতে জঙ্গলের ভেতরে শাল গাছ কেটে পালানোর চেষ্টাও হয়েছে। যদিও গ্রামবাসীদের চেষ্টায় তা আটকানো গিয়েছিল। জঙ্গলে শিকার ও অন্যান্য ক্ষেত্রেও বনকর্মীরা যথেষ্ট নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি। দিনের পর দিন এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যেভাবে বাড়ছে সেগুলি মোকাবিলা করতে নিজেদের শক্তি বাড়ানোর প্রয়োজন বলেই দাবি করেছেন বিভিন্ন স্তরের বনকর্মীরা। এদিন বার্ষিক সাধারণ সভাতে সেই সংক্রান্ত বিষয়গুলি সামনে এনে উপস্থিত মন্ত্রী, বিধায়ক ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।​