হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে জীবনযাত্রার সব সূচকে অসহনীয় ধাক্কা। মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে যখন নাভিশ্বাস অবস্থা, ঠিক তখনই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর মতো চেপে বসল জ্বালানি তেলের রেকর্ড বাড়তি দাম। ৯ মাসের মাথায় জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে বাড়ছে সাধারণ মানুষের কষ্ট-দুর্দশা।
তেলের দাম বাড়ার প্রভাবে মূল্যবৃদ্ধি যেটুকু হওয়ার কথা, বাস্তবে ঘটেছে এর চেয়েও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে গণপরিবহণ ও পণ্য পরিবহণের ভাড়া। এ নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ দেখা গেছে। চড়া মূল্যস্ফীতির পালে লাগবে আরও বেশি হাওয়া। পণ্যমূল্য বাড়ায় এবং মানুষের ক্রয়ক্ষমতা কমায় ভোগের মাত্রা কমে গেছে। এসব মিলে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে মানুষের জীবনযাত্রায় সব ধরনের উপকরণে এসেছে বড় ধরনের ধাক্কা।
বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে নিত্যপণ্য ও সেবার মূল্য এমনিতেই বেড়ে যাচ্ছে। ডলার সংকটের কারণে আমদানি পণ্যসহ সব ধরনের পণ্যের দাম আরও বাড়ছে। এতে মানুষ প্রবল চাপে রয়েছে। এমন বিরূপ পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যার প্রভাবে পণ্যমূল্য বৃদ্ধির পালে আরও বড় হাওয়া লেগেছে। এতে মানুষের ওপর চাপ আরও অসহনীয় হয়ে উঠেছে। তবে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতির সব স্তরে।