নিজস্ব সংবাদদাতাঃ রাইস ফ্লাওয়ার কিংবা চালের আটাও এমন একটি উপাদান। যা আপনি খেলেও যেমন উপকার, তেমনই ত্বকের পরিচর্যার কাজেও লাগে।
১। চোখের তলার কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কল দূর করে রাইস ফ্লাওয়ার। কলা, ক্যস্টর অয়েল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। সেখানে ব্যবহার করুন রাইস ফ্লাওয়ার।
২। রাইস ফ্লাওয়ারের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন। যা ত্বককে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে।
৩। রাইস ফ্লাওয়ার ত্বকের জন্য খুবই উপকারী । প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। সানবার্ন অর্থাৎ ত্বকের পুড়ে যাওয়া আটকাতে এর জুরি মেলা ভার।
৪। আপনি নিশ্চয়ই ফেস পাউডার ব্যবহার করেন? সেটার দাম যদি খুব বেশি হয়, তাহলে রাইস ফ্লাওয়ার দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন ফেসপাউডার। যার দাম থাকবে সাধ্যের মধ্যে।
৫। রাইস ফ্লাওয়ার দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ভাল স্ক্রাবার (তৈরি করতে পারেন। খুব সহজেই এটি ত্বকের মরা কোষ তুলে ফেলতে সাহায্য করে।
৬। ত্বকে যদি বলিরেখার সমস্যা থাকে রাইস ফ্লাওয়ারে তৈরি ফেসপ্যাক আপনার জন্য এনে দিতে পারে সহজ সমাধান।
৭। প্রাকৃতিক টোনারের কাজ করে রাইস ফ্লাওয়ার।
৮। ব্রণর সমস্যায় যদি আপনি জেরবার হয়ে থাকেন, তাহলে অন্তত একবার রাইস ফ্লাওয়ার ত্বকে ব্যবহার করতে পারেন। ব্রণর সমস্যায় ম্যাজিকের মতো কাজ হয়।