নিজস্ব সংবাদদাতাঃ পৃথিবীতে এমনও জায়গা রয়েছে, যেখানে কখনও সুর্য অস্ত যায় না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনটা সম্ভব হয়েছে কক্ষপথের ওপর পৃথিবীর অবস্থানের কারণে। নিজ কক্ষপথে সামান্য হেলে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী। যার ফলে মেরু দেশে দিন রাতের হিসেবে হয় একটু অন্যভাবে। এখানে মাঝরাতেও আকাশে ঝলমল করে সূর্য।