জলবায়ু পরিবর্তনের কারণে বাজারে আর পাওয়া যাবে না টম্যাটো সস?

author-image
Harmeet
New Update
জলবায়ু পরিবর্তনের কারণে বাজারে আর পাওয়া যাবে না টম্যাটো সস?

নিজস্ব সংবাদদাতাঃ জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমে মাথায় হাত পড়ছে বিজ্ঞানীদের। আশঙ্কা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়তে চলেছে কৃষি ক্ষেত্রে। ব্যাহত হতে পারে টম্যাটো চাষ। স্বভাবতই প্রশ্ন উঠছে, সব্জির চাষ কম হলে, সেই সব্জি থেকে উৎপন্ন অন্যান্য জিনিস বাজারে পাওয়া যাবে কী করে। আশঙ্কা থাকছে টম্যাটো সসকে কেন্দ্র করে। টম্যাটোই যদি পর্যাপ্ত না থাকে তাহলে সস তৈরি হবে কীভাবে!