New Update
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ২২ শে শ্রাবন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালনশালবনী ব্লকের কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কবিপ্রণামের অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক জুন মালিয়া,মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ,বিশিষ্ট শিক্ষক শিক্ষারত্ন অমিতেশ চৌধুরী,বিশিষ্ট শিক্ষক ডঃ প্রসূন কুমার পড়িয়া,কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ,সাতপাটি অঞ্চলের প্রধান পরিমল ধল।
বিদ্যালয়ের ছাত্রছাত্রী অবিভাবক সকলের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কবিগুরুর জীবনী , ভাবধারা নিয়ে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করেন। 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে', এই গান গেয়ে এগিয়ে চলার বার্তা দেন। এরই সাথে সাথে আগামী উনিশে সেপ্টেম্বর রানী শিরোমণির প্রয়াণ দিবসে রানী শিরোমণি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন , বিদ্যালয় ভবনের উদ্বোধন এবং বিদ্যালয়ের নাম রানী শিরোমণির নামে নামাঙ্কন করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উৎসব অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিধায়ক জুন মালিয়া। এই বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়। রানী শিরোমণির মূর্তির আর্কাইভ বিষয়ে যে গবেষণা হয়েছে তার তথ্য সম্মিলিত পুস্তিকার প্রকাশ হবে আগামী ১৬ আগস্ট।সমগ্র বিষয়ে পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুনাংশু দে।
স্বাধীনতার ৭৫ বছরে কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের উদ্যোগে ঐতিহাসিক রানি শিরোমণির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও বিদ্যালয় ভবনের উদ্বোধন উৎসবের আয়োজন কর্মসূচীতে গঠন করা হোল উৎসব কমিটি। গঠন হল উপদেষ্টা মণ্ডলীও। উৎসব কমিটির সভাপতি হলেন মেদিনীপুরের বিধায়ক শ্রীমতি জুন মালিয়া মহোদয়া, যুগ্ম সম্পাদক হলেন শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য শ্রী সন্দীপ সিংহ ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক অরুনাংশু দে। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার কর্মাধক্ষ্য শ্রী নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ১৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি পর্বের সমৃদ্ধ আলোচনা হয় এই সভায়।
Nepal Singh
Kavipranam ceremony
Parimal Dhal
Amitesh Chowdhury
junemalia
Shalbani Block
Kuturia Junior High School
death anniversary
rabindranath tagore