নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন কেন্দ্রীয় কয়লা সচিব এইচ সি গুপ্তাকে নাগপুর-ভিত্তিক একটি বেসরকারী সংস্থাকে মহারাষ্ট্রের একটি কয়লা ব্লক বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের একটি মামলায় একটি বিশেষ সিবিআই আদালত তিন বছরের কারাদণ্ড দিল।বিশেষ বিচারক অরুণ ভরদ্বাজও এই মামলায় কয়লা মন্ত্রকের প্রাক্তন যুগ্ম-সচিব কে এস ক্রোফাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছেন,যেখানে এইচ সি গুপ্তাকে ১ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছিল।
সিবিআই আদালত লোহারা পূর্ব কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন, প্রতারণা এবং দুর্নীতির জন্য উভয়কেই দোষী সাব্যস্ত করেছিল।আদালত অপরাধী ষড়যন্ত্র ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত কোম্পানি গ্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড (জিআইএল) এর পরিচালক মুকেশ গুপ্তাকে চার বছরের কারাদণ্ড প্রদান করে এবং তাকে দুই লক্ষ টাকা জরিমানা করেছ, এবং কোম্পানিকেও অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। আলাদাভাবে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।