স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করার দাবি

author-image
Harmeet
New Update
স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করার দাবি

নিজস্ব প্রতিনিধিঃ গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত বেকার যুবকদের একাধিক দাবি। আগামী দিনে আন্দোলনের দানা বাঁধতে প্রস্তুতি বৈঠক করল পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক সমিতির গোপীবল্লভপুর শাখা। গোপীবল্লভপুরের বর্গীডাঙা মাঠে বেশ কয়েকজন যুবক বৈঠক করে আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করেন। সংগঠনের পক্ষ থেকে এদিন অভিযোগ করা হয়, গোপীবল্লভপুর এলাকায় প্রচুর সরকারি স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশনি করছেন। 

এতে স্কুলের পড়াশোনা যেমন ইচ্ছা করে ব্যাঘাত ঘটাচ্ছেন, তেমনই শিক্ষিত বেকার যুবকরা টিউশনি করে রোজগার করতে পারছেন না। তাই সংগঠনের দাবি, সরকারি নিয়ম মেনে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনি বন্ধ করতে হবে। গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত বেকার যুবকদের সরকারিভাবে পরিচয়পত্র দিতে হবে। বিমার আওতায় আনতে হবে। আগামী দিনে গোপীবল্লভপুর এলাকার গৃহশিক্ষকদের কাজে যুক্ত না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ব্যাপারে আলোচনা হয়েছে বৈঠকে।