গ্লাস স্কিন বা কাচের মত স্বচ্ছ ত্বক পেতে আজই ট্রাই করুন শসার এই ফেসপ্যাক

author-image
Harmeet
New Update
গ্লাস স্কিন বা কাচের মত স্বচ্ছ ত্বক পেতে আজই ট্রাই করুন শসার এই ফেসপ্যাক

নিজস্ব সংবাদদাতাঃ  কী ভাবছেন শসা দিয়ে কোনও ফেসপ্যাক হয় না? তাহলে জেনে রাখুন শসা হল এমন একটি ফল যাতে কোনও দ্রবীভূত ফ্যাট নেই। উল্টে ভিটামিন এ আর ভিটামিন সি সহ আছে একগুচ্ছ অ্যান্টি অক্সিডেন্ট। এবার বুঝেছেন নিশ্চয়ই যে শসা দিয়ে ঘরোয়া ফেসপ্যাক তৈরি করলে সেটা আপনার ত্বকের জন্য কতটা কার্যকরী হতে পারে। তা হলে আর দেরি না করে ঝটপট কয়েকটা ফেসপ্যাক তৈরির নিয়মাবলী দেখে নিন। 




১। শসা ও বেসন: দুই থেকে তিন টেবিল চামচ বেসন ও দুই থেকে তিন টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। ভাল করে মুখে এই প্যাক লাগিয়ে নিন। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক  ত্বকে সজীবতা আনবে এবং বেসনের গুণে আসবে ঔজ্জ্বল্য। 


২। শসা ও আলু: এক টেবিল চামচ আলুর রসের সঙ্গে এক টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। হাতের কাছে রাখুন তুলোর বল। তুলোর বলে করেই এই রসের মিশ্রণ মুখে লাগান। পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ট্যান বা কালচে ভাব দূর হবে এবং স্কিন টোনে সমতা আসবে।


৩। শসা ও পাকা পেঁপে: একটি পাকা পেঁপের একের চার ভাগ নিন। একই পরিমাণে শসা তাতে মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পেঁপে আর শসার গুণে ত্বক হবে উজ্জ্বল আর বলিরেখা পড়বে কম। 





৪। শসা ও অ্যালোভেরা: এক টেবিল চামচ অ্যালোভেরা জেল বা জুস নিন আর তার মধ্যে এক চতুর্থাংশ শশা পেস্ট মিশিয়ে দিন। মুখে, গলায় ও ঘাড়ে লাগান এবং ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শসা ত্বকে সুদিং ভাব আনবে এবং অ্যালোভেরা ত্বক উজ্জ্বল করবে।