নিজস্ব সংবাদদাতা : সোমবার মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়া শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে পেশ করবে ইডি। এর আগে আদালত গত বৃহস্পতিবার সঞ্জয় রাউতের ইডি হেফাজত ৮ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল।তখন ইডি তার আরও আট দিনের হেফাজতে চেয়েছিল।
প্রসঙ্গত, গোরেগাঁওয়ে পাত্র চাল (সারি টেনিমেন্ট) পুনঃউন্নয়নে কথিত আর্থিক অনিয়মের অভিযোগে ১ আগস্ট শিবসেনা নেতাকে গ্রেফতার করা হয়েছিল।তদন্তের সময় বাজেয়াপ্ত নথিগুলি প্রমাণ করে যে সঞ্জয় রাউত প্রতিবেশী রায়গড় জেলার আলিবাগে সম্পত্তি ক্রয় করে যথেষ্ট নগদ লেনদেন জড়িত। সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১.০৮ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে দাবি করে ইডি।শনিবার ইডি মামলার বিষয়ে বর্ষা রাউতকে নয় ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে এবং তার বক্তব্য রেকর্ড করে।