শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দীঘায় চলছে মাইকিং

author-image
Harmeet
New Update
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, দীঘায় চলছে মাইকিং

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে ক্রমে তা শক্তি বাড়াচ্ছে। বর্তমানে এই নিম্নচাপ অবস্থান করছে বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই নিম্নচাপের দরুন মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা- উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এই তিনদিন অতিভারী বৃষ্টিপাত হবে। 

উপকূলবর্তী এলাকাগুলিতে ৯ তারিখ এবং ১০ তারিখ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রবোল জলোচ্ছ্বাসের কথা ভেবে দীঘায় শুরু হয়েছে মাইকিং। জনগণকে সতর্ক করার কাজ শুরু করেছে প্রশাসন।