কানাডায় আগামী দিনে ১০ লক্ষ শূন্যপদ, আবেদন করবেন নাকি

author-image
Harmeet
New Update
কানাডায় আগামী দিনে ১০ লক্ষ শূন্যপদ, আবেদন করবেন নাকি

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে যখন বেকারত্ব আকাশ ছোঁয়ার অবস্থা, তখন কানাডায় ১০ লক্ষ শূন্যপদ! গোটা বিশ্ব থেকে লোকজনকে কানাডায় গিয়ে কাজ করার নিমন্ত্রণ। এমনকি সেই দেশের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার ব্যাপারেও সুবিধা দেওয়া হবে।
লোক কম, কাজ বেশি। এক কথায় কানাডার অবস্থা এখন এটাই। যাঁরা কাজ করছিলেন, তাঁরা আগামী দিনে অবসর নেবেন। নতুনেরা চাকরি করতে রাজি নন। সব মিলিয়ে কানাডায় কাজের লোকের বড়ই অভাব। ২০২২-এর শ্রম শক্তি সমীক্ষায় দেখা যাচ্ছে গত বছরের মে মাসের তুলনায় এ বছর শূন্যপদের সংখ্যা বেড়েছে তিন লক্ষেরও বেশি। এই পরিস্থিতিতে এ বছরই কানাডা চার লক্ষের বেশি মানুষকে সেদেশের স্থায়ী নাগরিকত্ব প্রদান করবে। আগামী বছর অর্থাৎ, ২০২৪-এ তা বেড়ে হবে সাড়ে চার লক্ষ। তাই এই সময় কানাডায় নাগরিকত্ব নিতে চাওয়া মানুষের কাছে সুবর্ণ সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন পেশার লোকেদের দরকার কানাডায়। যেমন পরিবহণ, অর্থ, বিমা থেকে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি নির্ভর কাজের পাশাপাশি রিয়েল এস্টেট ক্ষেত্রেও বিপুল শূন্যপদ রয়েছে এবং আগামী দিনে তা আরও বাড়বে।