যতদিন প্রয়োজন হামলা চলবে: ইসরায়েল

author-image
Harmeet
New Update
যতদিন প্রয়োজন হামলা চলবে: ইসরায়েল

নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন পর্যন্ত অভিযান চলবে। 

এর আগে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, গাজায় তাদের সামরিক অভিযান এক সপ্তাহ স্থায়ী হতে পারে। শুক্রবার থেকে শুরু হওয়া বিমান হামলায় এখন পর্যন্ত ছয় নারী এবং চার শিশুসহ অন্তত ৩১ জনকে হত্যা করেছে ইসরায়েল। এসব হামলায় আহত হয়েছে কমপক্ষে আরও ২৬৫ জন। প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৪০০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে ইসলামিক জিহাদ। তবে এসব রকেটের বেশিরভাগই প্রতিহত করতে সমর্থ হয়েছে ইসরায়েল।