নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ান প্রণালী এবং সংলগ্ন এলাকায় ৬৬টি চীনা যুদ্ধবিমান এবং ১৪টি যুদ্ধজাহাজের তৎপরতা দেখা গেছে। রবিবার এমন অভিযোগ করেছে তাইওয়ান। তাইওয়ানকে ঘিরে চার দিন ধরে নজিরবিহীন সামরিক মহড়া চালাচ্ছে বেইজিং। এটি শেষ না হতেই রবিবার কোরীয় উপদ্বীপের কাছে ইয়েলো সি বা পীত সাগর এবং লাগোয়া বোহাই সাগরে নতুন মহড়ার দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এসব মহড়ায় তাজা গুলি ব্যবহার হবে বলে জানিয়েছে তারা। চীনের নৌ চলাচল নিরাপত্তা বিষয়ক সংস্থা ঘোষণা করেছে, পীত সাগরে মহড়া চলবে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে বোহাই সাগরে আগস্টের ৮ তারিখ থেকে মাসব্যাপী মহড়া চলবে।
তাইওয়ান ঘিরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার চীনা সামরিক মহড়া রবিবার শেষ হওয়ার কথা থাকলেও এনিয়ে এখন পর্যন্ত বেইজিংয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাইওয়ানের যোগাযোগ মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তাদের বিমান ও জাহাজ চলাচলের রুট খুলে দেওয়া হবে। তবে সোমবার সকাল পর্যন্ত বিমানগুলোকে চীনা মহড়ার কাছাকাছি এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হবে।