নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের রাজধানী লন্ডনের হরনিম্যান জাদুঘর জানিয়েছে, ১৯ শতকে বেনিন রাজ্য থেকে লুট করা ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়াকে ফিরিয়ে দেবে। এসব প্রত্নবস্তুর মালিকানা হস্তান্তর করা হবে নাইজেরীয় সরকারের কাছে। জানুয়ারি মাসে নাইজেরিয়ার ন্যাশনাল কমিশন ফর মিউজিয়ামস অ্যান্ড মনুমেন্টস-এর অনুরোধে এই সম্মতি দিয়েছে লন্ডনের জাদুঘরটি। দক্ষিণ-পূর্ব লন্ডনে অবস্থিত জাদুঘরটি জানায়, এই বিষয়ে নাইজেরিয়া ও যুক্তরাজ্যের কমিউনিটির সদস্য, পরিদর্শক, স্কুলশিশু, শিক্ষাবিদ ও শিল্পীদের সঙ্গে কথা বলেছে। তাদের সবার দৃষ্টিভঙ্গিতে বেনিন বস্তুর ভবিষ্যৎ বিবেচনায় ছিল।
জাদুঘরের চেয়ারম্যান বলেছেন, এসব প্রত্নবস্তু ফিরিয়ে দেওয়া নৈতিক ও উপযুক্ত।