নিজস্ব সংবাদদাতাঃ নীতি আয়োগ বৈঠকে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের কথা তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি পাক, এমনটা চাইছেন মমতা। সেই সঙ্গে রাজ্যের দাবিগুলোকে যাতে আরও গুরুত্ব সহকারে যাতে দেখা হয়, সে ব্যাপারে বলেছেন তিনি। মমতা বৈঠকে উপস্থিত থাকলেও, হাজির ছিলেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতিশ সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন। অন্য দিকে চন্দ্রশেখর রাও কেন্দ্রের বৈষম্যের প্রতিবাদে নীতি আয়োগ বৈঠকে উপস্থিত ছিলেন না।