হরি ঘোষ, দুর্গাপুরঃ রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ-প্রশাসন বারবার দাবি করে এসেছে, অবৈধ কয়লা খনন ও পাচারে রাশ টানা গিয়েছে। শনিবার রাতে কোকওভেন থানা পুলিশের পক্ষ থেকে নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে ২২ টন কয়লার গাড়ি।
কাগজপত্র না দেখানোর জন্য কোকওভেন থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, কয়লার গাড়িটি হলদিয়া থেকে মঙ্গলপুর যাচ্ছিল। গাড়িচালককে কোকওভেন থানার পুলিশ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।