বিজেপি নেতাকে চাষের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
বিজেপি নেতাকে চাষের কাজে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ সবংয়ে বিজেপি কর্মীকে জমিতে চাষে বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নং বলপাই অঞ্চলের ঘটনা। পানিথর বুথের বিজেপি সভাপতি দীপক সামন্তকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাষ করতে বাধা, কর্মীদের কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে, প্রতিবাদ জানিয়ে আজ সবং থানার সামনে প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখাল বিজেপি। থানার সামনে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, দীপক সামন্তকে চাষ করতে দিতে হবে। যে সকল তৃণমূল নেতারা এই রকম করছে, তাঁদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। তা না হলে আন্দোলন লাগাতার চলবে বলে জানায় বিজেপি নেতৃত্ব। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবী, "চাষ করতে কোনো বাধা দেওয়া হয়নি। দীপক যখন খুশি চাষ করতে পারেন। এই নিয়ে কয়েকদিন আগে সবং থানায় মিটিংও করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিছু বিজেপি নেতা প্রচারে আসার জন্য থানার সামনে এই নাটক করছে।"