নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কিউবায় মাতানজাসের একটি ডিপোতে জ্বালানি রাখার ট্যাঙ্কে বজ্রপাতের পর একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে দ্বিতীয় স্টোরেজ ট্যাঙ্কেও বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে কমপক্ষে একজন মারা গেছে, ১২১ জন আহত হয়েছে এবং ১৭ জন দমকলকর্মী নিখোঁজ হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী টুইটারে জানিয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকা থেকে প্রায় ১৯০০ জনকে সরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য আধিকারিক লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থলে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।