নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ

author-image
New Update
নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, সব ফসলের লাভজনক দামের জন্য আইন প্রণয়ন,  পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাস, ভোজ্য তেলের দাম কমানো ও নির্ধারিত বয়স পর্যন্ত সবাইকে দ্রুত করোনা ভ্যাকসিন দেওয়ার দাবিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো সংযুক্ত কিষান মোর্চা ও সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি। অবস্থান-বিক্ষোভ-এর আগে একটি প্রতিবাদ মিছিল মেদিনীপুর কলেজ ময়দান থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। পরে জেলাশাসক দপ্তরের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কর্মী সমর্থকরা।