নিজস্ব সংবাদদাতাঃ শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছে ৭৩৮ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। পজিটিভিটি রেট ৫.৯ শতাংশ। সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। তারপরই রয়েছে বীরভূম, এখানে আক্রান্তের সংখ্যা ১২৬। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০৯ জন।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। একদিনে এখানে করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন।