নিজস্ব সংবাদদাতাঃ হুড়মুড়িয়ে থানায় ঢুকে পড়েছিল ১০-১২ জনের একটি দল। তখন সামনেই বসেছিলেন হেড কনস্টেবল। তাঁকে লক্ষ্য করেই এগিয়ে যায় উত্তেজিত ওই দলটি। তারপর ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করতে শুরু করেন তাঁরা। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির আনন্দবিহার থানায়। হেড কনস্টেবলকে যখন ওই দলটি মারধর করছিল, তখন তাঁরই এক সহকর্মী গোটা ঘটনার ভিডিয়ো করছিলেন। আশপাশে ভিড় জমে গিয়েছিল। তাঁদের মধ্যে কেউ ভিডিয়ো করলেন, কেউ আবার ছবিও তুলেছেন। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। কনস্টেবল বার বার কাকতি-মিনতি করছিলেন, কিন্তু তাতেও লাভ হয়নি। ব্যাপক মারধরের পর ওই দলটি সেখান থেকে বেরিয়ে যায়। থানায় সহকর্মীরা থাকা সত্ত্বেও কেন প্রতিরোধ করলেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন এক শীর্ষ আধিকারিক। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত অভিযুক্তকে সনাক্ত ও গ্রেপ্তারের জন্য দল নিযুক্ত করা হয়েছে।