নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকালে গাজা ভূখণ্ডে ইজরায়েল এয়ার স্ট্রাইক করে। সেই হামলায় প্যালেস্টাইনের প্রায় ১১ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। জখম হয়েছেন ৮০ জন। ইজরায়েলের রকেট হামলার পাল্টা জবাব দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীও। ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, অন্ততপক্ষে ১৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে সেই হামলায়। এদিকে সদ্য নির্বাচিত ইজরায়েলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইয়াইর ল্যাপিড এই হামলার পিছনে যুক্তি দিয়েছেন, দেশের নিরাপত্তায় কিছু আশঙ্কা থাকার কারণে এই হামলা করতে বাধ্য হয়েছে ইজরায়েল। ইজরায়েলের যুদ্ধবিমান হামলায় প্যালেস্টাইনের বহু জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। চুপ থাকেনি প্যালেস্টাইনও। তারাও পাল্টা রকেট হামলা করে এর জবাব দিয়েছে। ১১ জন মৃত নাগরিকের মধ্যে রয়েছে এক পাঁচ বছরের ফুটফুটে মেয়ে। মেয়েটির নাম আলা কাদুম। পাঁচ বছরেই পৃথিবীর জল-হাওয়া-বাতাস থেকে বঞ্চিত এই একরত্তি। তার ছোট্ট দেহটি সাদা কাপড়ে মুড়ে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যের কোলে ছোট্ট পাঁচ বছরের আলা। মাথায় গোলাপী রঙের বো তখনও অক্ষত।
এই ঘটনায় আলার ঠাকুরদাকে বলতে শোনা যায় ওই নিষ্পাপ শিশুটির কী এমন অপরাধ। তিনি বলেছেন, ‘সে নার্সারি স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেছিল। একটি ব্যাগ ও জামা চেয়েছিল সে…এই নিষ্পাপ মেয়েটি। সে কি যুদ্ধ করছিল নাকি কোনও রকেট হামলার দায়িত্বে ছিল? কী করেছিল সে?’